রেলে চাকরী

হাওড়া রেল স্টেশন টিকিট সেলার পদে চাকরী

ভারতীয় রেলওয়ে তে টিকিট সেলার পদে একাধিক শূন্যস্থানে প্রার্থী নিয়োগের  এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

• পদের নাম :- হল্ট এজেন্ট।

 

• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে, পাশাপাশি কাজ চালানোর মত ইংরেজি জানতে হবে। তার থেকে পূর্ব বর্ধমান ও হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পূর্ব বর্ধমানের লক্ষীপুর স্টেশন, ও হুগলির তালান্দু স্টেশনেও সিমলাগর স্টেশনে নিয়োগ করা হবে।

 

• বেতন :- প্রতি মাসে 1/- থেকে 15000/- টাকার টিকিট বিক্রি করতে পারলে 15%, 15001/- 50000/- এর জন্য 12 % , 50001 /- থেকে 1,00,000/- এর জন্য 9% 1,00,001/- থেকে 2,00,000/- এর জন্য 6% ,2,00,001/- থেকে তার বেশি হলে 3 % কমিশন দেওয়া হবে ,প্রতি মাসে 1000/- টাকা কমিশন দেওয়া হবে।

 

• বয়স সীমা :- 1/06/2021 এর সময় অনুযায়ী প্রার্থীর বয়স 18 বছরের বেশি হতে হবে ।

 

• আবেদন পদ্ধতি :- প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্রটি পূরণ করে সংশ্লিষ্ট নথিপত্রসহ ফরমটি নিম্নলিখিত ঠিকানায় ডেক্স বক্সে জমা করতে হবে। যে স্টেশন এর জন্য আবেদন করবেন সেটি খামের উপরে উল্লেখ করতে হবে।

 

• আবেদনের শেষ তারিখ :- 16/07/2021 ।

• আবেদনের ঠিকানা :- The divisional railway manager , eastern railway, Howrah, Yatri Niwas , 4th floor, commercial branch, Howrah , pin – 711101

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website)- https://er.indianrailways.gov.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf

You may also like

রেলে চাকরী

হাওড়া, লিলুয়া, শিয়ালদহ-সহ পূর্ব রেলে প্রায় ৩০০০ পদে নিয়োগ

ইস্টার্ন রেলওয়েতে নিয়োগের সুযোগ। শিক্ষানবিশ পদে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা rrcer.com-এ ...
রেলে চাকরী

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ...

13 Comments

  1. I am interested jobsmy name is Shannon I am district your paschim Medinipur my number,8617486469

  2. Dumori Giri chhat. New Rangia.Darjeening

  3. Tapas roy
    troy3644@gmail.com
    Rasulpu(west).memari.burdwan
    Pin no-713151

  4. I am interested your job mobile number,8617486469

    1. Name pran Krishna pal
      clo Dina bandhu pal
      dist murshidabad
      pin 731234
      mobile no 9547794763

  5. 75/28, Kankinara Rathtala jhilmath Padma pukur road fingapara, pin – 743129.

  6. Dumurdaha.hooghly

  7. vill*po chackfuldubi sagar 24pgs

  8. vill*po chackfuldubi sagar 24 pgs

  9. Midnapore nazargunj Mondal math

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *