
কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে
ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে।
মোট ৫০০৮ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://sbi.co.in/web/careers/current-openings
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply
পোস্টের নাম :- জুনিয়র অ্যাসোসিয়েটস
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৫০০৮
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-যে কোন শাখার গ্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।
এ বছর যারা ডিগ্রী কোর্সের ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছেন তারা আবেদনযোগ্য তবে তাদের বেলায় ডিগ্রী কোর্স পাস হতে হবে 3011 2022 এর মধ্যে।
মাধ্যমিক পাস পাপ্তন কর্মীরা আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা নেভি কিংবা এয়ারফোর্সের করেসপন্ডেন্স সার্টিফিকেট কষে পাস হলে আবেদন করতে পারবেন
বয়সসীমা:- ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু -০৭/০৯/২০২২
আবেদন শেষ – ২৭/০৯/২০২২