
রাতভর তল্লাশি, জিজ্ঞাসাবাদের পরও অবিচল ছিলেন তিনি। সোনা, টাকা, সম্পত্তি কিছুই তাঁর কাছ থেকে পাওয়া যায়নি বলে প্রকাশ্য়েই মন্তব্য করেছিলেন।
তার পরই CBI জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা।
নিয়োগ দুর্নীতির তদন্তে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস এবং তাঁর প্রাক্তন আপ্তসহায়ক প্রবীরের বাড়িতে তল্লাশি চালিয়েছে CBI. এই প্রবীর আবার আগে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতেও গ্রেফতার হয়েছিলেন। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি নিয়ে পরস্পরের বিরুদ্ধে এভাবেই দায় ঠেললেন তাঁরা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাপসকে জিজ্ঞাসাবাদও করল CBI.
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়কের অ্যাকাউন্টে দুই মাসে ২ কোটিরও বেশি টাকার লেনদেন হয়েছে। যদিও, এ নিয়ে তৃণমূল বিধায়ক এবং তাঁর প্রাক্তন আপ্ত সহায়কের গলায় শোনা গেছে সম্পূর্ণ উল্টো সুর। তাপসের দাবি, প্রবীরের অ্যাকাউন্টে কী আজে, জানেন না তিনি। তিনি কোনও লেনদেন করেননি প্রবীরের সঙ্গে। তাঁর চারটি অ্যাকাউন্ট রয়েছে। সব তথ্য দিয়েছেন CBI-কে।আবার প্রবীর জানিয়েছেন, যে ২ কোটি টাকার কথাবলা হচ্ছে। সেটা সরকারি টাকা। সরকারি কনট্রাক্টরের টাকা। তাপস ওই টাকা পাঠিয়েছিলেন তাঁকে। কারণ ওই টাকা তুলতে বড়বাজার থেকে লোক আসতেন। তাঁদের টাকা মিটিয়ে দিতেন তিনি।