
বিপুল শূণ্যপদে সরকারি চাকরির সুযোগ আসতে চলেছে। যুবক-যুবতীদের জন্য সেই সুযোগ নিয়ে আসছে ভারতীয় ডাক বিভাগ।
কারণ খুব শীঘ্রই বিভিন্ন পদের জন্য পোস্ট অফিস প্রচুর নিয়োগ করতে চলেছে। সম্প্রতি পোস্ট অফিসের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে 98,000
টি শূন্যপদে নিয়োগ করা হবে। চলতি সপ্তাহেই মেইল গার্ড, পোস্টম্যান, স্টেনোগ্রাফার এবং আরো বিবিধ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে ভারতীয় ডাক বিভাগ।
সেক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই প্রার্থীরা পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in-তে আবেদন করতে পারবেন।
কোন পদে কত নিয়োগ:-
প্রার্থীরা 59,099 টি শূন্যপদে পোস্টম্যান, 37,539 টি শূন্যপদে এমটিএস এবং 1,445 টি শূন্যপদে মেইল গার্ড আরো বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা:-
পোস্টম্যান এবং মেইল গার্ডের জন্য আবেদনের পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বাধিক 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে।
নির্বাচন পদ্ধতি:-
পোস্ট অফিসে নিয়োগের নির্বাচন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপরে নির্ভর করে করা হবে। সেক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগ মেধাতালিকা প্রকাশ করবে।