
বীরভূম জেলার District Health & Family Welfare এর তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং – DHFWS/DPMU/1979
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- হসপিটাল এটেনডেন্ট।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
২/ পদের নাম :- ল্যাব টিচনিসিন্ট।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
৩/ পদের নাম :- স্টাফ নার্স।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
৪/ পদের নাম :- মেডিকেল অফিসার ।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
৫/ পদের নাম :- ফ্যাক্টরি কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (15000 — 60000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Matriculation/Class-10, Higher Secondary/Class-12, Bachelor Degree/Graduate
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে, আবেদনের প্রিন্ট আউট বের করে সেই সাথে প্রয়োজনীয় নথির জেরক্স কপি সংযুক্ত করে একটি খামে ভরে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
• আবেদনের শেষ তারিখ :- 30/07/2021
• আবেদনের ঠিকানা :- Office of the Chief Medical Officer of Health (DPMU Section Room No.7), New Administrative Building, Old Out door Campus, PO Suri, District- Birbhum, Pin 731101, West Benga
Hi Ami-Rintu pal
parulbalabarik81630@gmail.com
Saharda pingla paschim medinipur 721131
skakib671@gmail.com
No- 8961223342
Sir i need a job….
i am instarested job