রেলে চাকরী

পশ্চিম রেলে চাকরি

সরকারি চাকরির এক নতুন আলো দেখা দিয়েছ। পশ্চিম রেলে এর পক্ষ থেকে মোট 3591 টি শূণ্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।

পদের নাম :- ওয়েস্টটান রেলওয়ে জব।

শূন্য পদের সংখ্যা :- 3591 টি।

বেতন :- (4000 – 8000 /-) প্রতি মাসে।

ট্রেড :- Fitter, Welder, Turner, Machinist, carpenter, painters, Mechanic, Programming and Systems Administration Assistant, Electronical , Electronics Mechanic , Wireman , Refrigerator, Pipe filter, Plumber etc.

শিক্ষাগত যোগ্যতা :- matriculate 10th for 12th examination system with minimum 50% marks in aggregate recognized board, ITI certificate affiliated to NCVT/SCVT is compulsory in relevant trade.

বয়স সীমা :- 24 /06 /2019 এর সময় অনুযায়ী 15 থেকে 24 বছর বয়স হতে হবে।

আবেদন পদ্ধতি:- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

আবেদনের সময় :- 25/05 /2021 থেকে 24 /06 /2021 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন ফ্রি :- জেনারেল এবং OBC প্রার্থীদের 100 টাকা লাগবে। SC, ST, PWDএবং মহিলাদের কোনরকম আবেদন ফি লাগবে না।

অফিশিয়াল ওয়েবসাইট (official website)-https://www.rrc-wr.com
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

রেলে চাকরী

হাওড়া, লিলুয়া, শিয়ালদহ-সহ পূর্ব রেলে প্রায় ৩০০০ পদে নিয়োগ

ইস্টার্ন রেলওয়েতে নিয়োগের সুযোগ। শিক্ষানবিশ পদে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা rrcer.com-এ ...
রেলে চাকরী

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *