
বৃহস্পতিবার প্রকাশিত হল তৃতীয় টেট বিজ্ঞপ্তি৷ ৩১ জানুয়ারি দুপুকর ১ টা থেকে নেওয়া হবে টেট পরীক্ষা৷ ২০২১ সালে বাংলা বিধানসভা নির্বাচন৷ প্রায় ৩ বছর পর ভোটের মুখে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ ৷ টিচার এলিজিবিলিটি টেস্ট এগজামিনেশন হবে ১৫০ নম্বরে৷ সময় আড়াই ঘণ্টা৷ ওয়েটেজ ৯০। শীতের জন্য পরীক্ষার সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে৷ ১৬ হাজার ৫০০টি শূন্যপদের জন্য আড়াই লক্ষ প্রার্থী টেট পরীক্ষায় অবতীর্ণ হতে চলেছে৷ পরীক্ষা হবে অফলাইনে৷
যাঁরা ইতিমধ্যেই টেট পরীক্ষায় উত্তীর্ণ, তাঁদের ইন্টারভিউ হবে ১০ থেকে ১৭ জানুয়ারির মধ্যে৷ আর তৃতীয় দফার টেট পরীক্ষার দিন ৩১ জানুয়ারি ধার্য করা হয়েছে৷
২০১৭ সালে শুরু হয় টেট পরীক্ষার প্রক্রিয়া৷ টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই আড়াই লক্ষের বেশি আবেদন জমা পড়ে৷ কিন্তু নানা কারণে গত তিন বছরেও সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সরকারের পক্ষে৷ তবে গত সপ্তাহে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ সেইমতো প্রার্থীদের ‘ভেরিফিকেশন’ও শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷