রেলে চাকরী

পশ্চিমবঙ্গে রেলে চাকরী

অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পূর্ব রেল। জামালপুর ওয়ার্কশপ-সহ পশ্চিমবঙ্গের একাধিক ডিভিশন এবং ওয়ার্কশপে প্রায় ৩,০০০ টি শিক্ষানবীশ পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে ২,৩০২ পদে নিয়োগ করবেন পূর্ব রেল। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (আরআরসি) অফিসিয়াল ওয়েবসাইট rrcer.com-তে গিয়ে আবেদন করতে পারবেন।

 

শিক্ষাগত যোগ্যতা:- ১) স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় (১০+২ পরীক্ষার আওতায়) ন্যূনতম ৫০ শতাংশ নম্বর।

২) NCVT/SCVT-এর জারি করা National Trade Certificate থাকতে হবে। যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের উপযুক্ত National Trade Certificate লাগবে।

৩) তবে ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক), লাইনম্যান, ওয়ারম্যান, কারপেন্টার এবং পেন্টার (জেনারেল) পদের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করতে হবে। NCVT/SCVT-এর জারি করা National Trade Certificate থাকতে হবে। যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের উপযুক্ত National Trade Certificate লাগবে।

You may also like

রেলে চাকরী

হাওড়া, লিলুয়া, শিয়ালদহ-সহ পূর্ব রেলে প্রায় ৩০০০ পদে নিয়োগ

ইস্টার্ন রেলওয়েতে নিয়োগের সুযোগ। শিক্ষানবিশ পদে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা rrcer.com-এ ...
রেলে চাকরী

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *