
নতুন করে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত জুড়ে কভিড – 19 হানা দিয়েছে । এইরকম ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই নিজেদের কর্মক্ষেত্র হারিয়ে বাড়িতে বসে আছে অথবা কারো কারো work-from-home এর মাধ্যমে কাজকর্ম করছেন। পাশাপাশি পড়াশোনাও চলছে ভার্চুয়াল মাধ্যমে এবং পরীক্ষা হচ্ছে অনলাইন মাধ্যম। এই পরিস্থিতির কথা মাথায় রেখে WBCS এইরকম বেশকিছু পরীক্ষা এবং ইন্টারভিউ অনলাইনের মাধ্যমে নেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। জানা যায় লিখিত পরীক্ষার সফল পরীক্ষার্থীদের নির্দিষ্ট দিনে ইন্টারভিউ নেওয়ার দিনক্ষণ ঠিক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।কিন্তু রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে কোভিড – 19 এর কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 30 শে মে পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে লকডাউন ঘোষণা করেছেন। এর ফলে পাবলিক সার্ভিস কমিশন এর ইন্টারভিউ হবে কিনা এ নিয়ে পরীক্ষার্থীদের মনে সংশয় বেধেছে।
রিটায়ার্ড আই এ এস অফিসার তথা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানদেবাশীষ বসু জানিয়েছেন যে লকডাউন এর ফলে পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউর ওপর কোনো রকম প্রভাব পড়বে না। নির্দিষ্ট দিনক্ষণ এবং নির্ধারিত সূচি মেনেই ইন্টারভিউ নেওয়া হবে।কোভিড সংক্রমনের কথা মাথায় রেখেই অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন।অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছেন যে ৩০ জুন 2021 এর সময় অনুযায়ী WBCS সহ অন্যান্য সরকারি প্রিলিমিনারি পরীক্ষা ও মেন পরীক্ষার মতো একাধিক পরীক্ষা স্থগিত থাকবে। জানা যায় আগের সরকারি পুনরায় ক্ষমতায় ফিরে আসার ফলে পি এস সি -এর ওপর চাপ সৃষ্টি হয়েছে। ফলে আগে হয়ে যাওয়া যে সকল পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি, সেই পরীক্ষাগুলির ফল খুব শিগগিরই প্রকাস হবে ।