
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরে কর্মী নিয়োগ করা হবে। ২০১৬ সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন ।তখন শূন্য পদ ছিল প্রায় ১ হাজারের । ২০১৬ সালের পর এই বিভেগে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আর প্রকাশ হয় নি। তবে এবার নতুন নিয়োগেরবিজ্ঞপ্তি প্রকাশ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।
শিক্ষাগত যোগ্যতা-এই কৃষি প্রযুক্তি সহায়ক পদে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যেমিক পাশ। অর্থাৎ যে কোন বিষয়ে উচ্চ মাধ্যেমিক পাশ করে থাকলে আপনি আবেদন করতে পারবেন ।
বয়স- এই কৃষি প্রযুক্তি সহায়ক পদে আবেদন করবার জন্য যে বয়স লাগবে তা হল ১৮ থেকে ৪০ বছর ।
বেতন প্রতি মাসে ৫৪০০ টাকা থেকে ২৫২০০ টাকা হবে ।
আবেদন কি ভাবে করবেন- আবেদন হবে অনলাইনের মাধ্যেমে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আবেদন করতেপারবেন
এই নিয়োগের বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। তবে আশা করা যাই খুব তারাতারি কৃষি প্রযুক্তি সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেপশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।
sudipnandi56726@gmail
Vill-chingra post-chingra dist-bankura
sudipnandi56726@gmail.com
Pb8960016@gilem.com
dsabitri95@gmail.com
indranilsen1.kamardanga@gmail.com
Vill-gokulnagar, po-puara, ps-indpur, dist-bankura
Sir pls inform me
rahulhaldar200@gmail.com
karunabarman435@gmail.com
I need