পুলিশ / সেনা চাকরী

পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি

West Bengal Police বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নাম্বার হল – 01/STF/2021। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ১১ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে,যা পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

১. পোস্টের নাম :- SOFTWARE DEVELOPER

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০২

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-1st Class MCA or 1st Class M.Sc. in IT/Computer Science or 1st Class BE in IT/Computer Science or 1st Class B.Tech in IT/Computer Science with
skill in software design, development, documentation & implementation support.

বয়সসীমা:- ২১ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে । ২৮/০১/২০২১
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২৭০০০ টাকা

 

২. পোস্টের নাম :- SOFTWARE SUPPORT PERSONNEL

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৪

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- PGDCA / B.Sc.(Computer Science)/ BCA/DOEACC ‘A’ level course of three year duration or equivalent from recognized University / Institute with skill in installation, maintenance of application software & DBMS and Implementation Support.

বয়সসীমা:- ২১ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৮০০০ টাকা

 

৩. পোস্টের নাম :- DATA ENTRY OPERATOR

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৪

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Graduation With Certificate in Computer Applications.

বয়সসীমা:- ২১ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে । ২৮/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৩০০০ টাকা

 

৪. পোস্টের নাম :- SYSTEM ADMINISTRATOR

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-1st Class MCA or 1st Class M.Sc. in IT/Computer Science or 1st Class BE in IT/Computer Science or 1st Class B. Tech in IT/Computer Science with experience as System Administrator.

বয়সসীমা:- ২১ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে । ২৮/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২৪০০০ টাকা

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের নিচে দেওয়া ঠিকানাতে আবেদন পত্র পাঠাতে হবে ।
ঠিকানা- Special Task Force, West Bengal, Udayachal Tourism Property( 2nd ) floor, Plot No- 3, DG – Block, Sector – II, Salt Lake, Kolkata-91, on or before 28/01/2021

 

পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ২৮/০১/২০২১

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- www.policewb.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ / সেনা চাকরী

WB Police Jobs:পশ্চিমবঙ্গ পুলিশের বড় ঘোষণা

গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ...