পুলিশ / সেনা চাকরী

রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর ও লেডিসাব-ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস

2021 এর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর ও লেডিসাব-ইন্সপেক্টর পরীক্ষার বিভিন্ন তথ্য সমূহ –
রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর এবং লেডি ইন্সপেক্টর পরীক্ষার যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করা হলো-
আর আপনি যদি সাব ইন্সপেক্টর পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকেন তবে এই পোস্টটি আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটি একটি গ্র্যাজুয়েট পাস স্তরের চাকরি।
নির্বাচন পদ্ধতি মূলত পাঁচটি ধাপে পরীক্ষার নির্ণয় এর মধ্যে দিয়ে হবে।

 

/ প্রিলিমিনারি পরীক্ষা।
২/ শারীরিক যোগ্যতার পরীক্ষা। যাতে উচ্চতা ওজন এবং বুকের ছাতি পরিমাপ করা হবে।
৩/ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাপ দূরত্ব অনুযায়ী দৌড়াতে হবে।
৪/ এরপর হয় মেন পরীক্ষা।
৫/ এবং সর্বশেষ ইন্টারভিউর মাধ্যম ।

প্রিলিমিনারী পরীক্ষার নম্বর বিভাজন :-

general knowledge এর ওপর থাকবে 100 নম্বর।
Logic এর উপর থাকবে 50 নম্বর।
Arithmetic এর ওপর থাকবে 50 নম্বর।
মোট 200 নম্বর।
সম্পূর্ণ প্রশ্নপত্র থাকবে MCQ টাইপ। সেই সাথে থাকবে নেগেটিভ মার্কিং।
পরীক্ষার সময়:- 90 মিনিট।

শারীরিক যোগ্যতা পরীক্ষার বিস্তারিত বিবরণ :-
পদের নাম :- সাব ইন্সপেক্টর (UB)
জাতি :- গোর্খা রাজবংশী গাড়োয়ালিস ও সিডিউল টাইপ।
যোগ্যতা :- উচ্চতা 160 ছাতি 76 এবং ওজন 52।
এবং অন্যান্য বাকি সমস্ত জাতি ক্ষেত্রে – উচ্চতা 167, ছাতি 79 এবং ওজন 56।

পদের নাম :- সাব ইন্সপেক্টর (AB )
জাতি :- গোর্খা রাজবংশী গাড়োয়ালিস ও সিডিউল টাইপ।
যোগ্যতা :- উচ্চতা 163, সাথী 81 এবং ওজন 54।
এবং অন্যান্য সমস্ত জাতির ক্ষেত্রে উচ্চতা 173, ছাতি 86 এবং ওজন 60।

পদের নাম :- লেডিস সাব-ইন্সপেক্টর (UB)
জাতি :- গোর্খা রাজবংশী গাড়োয়ালিস ও সিডিউল টাইপ।
যোগ্যতা :- উচ্চতা 155, ওজন 45।
এবং অন্যান্য সমস্ত জাতির ক্ষেত্রে উচ্চতা 160 এবং ওজন 48 কেজি।

দৌড়ের পরিমাপ :- মেইল সাব-ইন্সপেক্টর এর ক্ষেত্রে দূরত্ব 800 মিটার। সময় তিন মিনিট ।
লেডিস সাব-ইন্সপেক্টর এর ক্ষেত্রে দূরত্ব 4

পদের নাম :- লেডিস সাব-ইন্সপেক্টর (UB)
জাতি :- গোর্খা রাজবংশী গাড়োয়ালিস ও সিডিউল টাইপ।
যোগ্যতা :- উচ্চতা 155, ওজন 45।
এবং অন্যান্য সমস্ত জাতির ক্ষেত্রে উচ্চতা 160 এবং ওজন 48 কেজি।

দৌড়ের পরিমাপ :- মেইল সাব-ইন্সপেক্টর এর ক্ষেত্রে দূরত্ব 800 মিটার। সময় তিন মিনিট ।
লেডিস সাব-ইন্সপেক্টর এর ক্ষেত্রে দূরত্ব 400 মিটার ।সময় 2 মিনিট।

মেন পরীক্ষার নম্বর বিভাজন :-

general knowledge এর ওপর থেকে 50 নম্বর।

Logic এর উপর থাকবে 25 নম্বর।

Arithmetic এর উপর থাকবে 25 নম্বর।

ইংলিশের জন্য থাকবে 50 নম্বর।

এবং বাংলা ,হিন্দি ,উর্দু , নেপালি ভাষার জন্য থাকবে 50 নম্বর।

মোট 200 নম্বরের পরীক্ষা হবে।
পরীক্ষার সময় :- 2 ঘণ্টা।

ইন্টারভিউ :- উপরের চারটি ধাপ পাশ করার পর শেষ ধাপ হচ্ছে ইন্টারভিউ।এই ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীর পার্সোনালিটি যাচাই করা হবে।
ইন্টারভিউতে হবে 30 নম্বরের মধ্যে কেবল 4 নম্বর পেলে পাশ করা যাবে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ / সেনা চাকরী

WB Police Jobs:পশ্চিমবঙ্গ পুলিশের বড় ঘোষণা

গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ...