
১/ টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ?
• মাইক্রো তরঙ্গ।
২/ উচ্চতাজনিত ভয় কে কি বলে ?
• অ্যাক্রফোবিয়া।
৩/ তিনটি ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। ৪ বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 561 তাদের বর্তমান বয়স নির্ণয় করো।
• 16,28, 36 বছর।
৪/ একটি কাজ A 10 দিনে B 12 দিনে এবং C15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করা 2 দিন পরে A ওকাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে C চলে যায়। কাজটি শেষ হতে কতদিন সময় লেগেছিল ?
• 64 /9 দিন ।
৫/ সাইথম মীরাবাঈ চানু কোন খেলার সাথে যুক্ত।
•ভারোত্তোলন।
৬/ 30 কিমি /ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে?
• 12 সেকেন্ডে।
৭/ একটি নল কোন ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি পদ্মপুরাণ হলে ওই রকম আরও তিনটি নল খুলে দেওয়া হয়। ট্যাঙ্কটি পূরণ করতে মোট কত সময় লাগবে?
• তিন ঘন্টা 45 মিনিট।
৮/ NABARD প্রতিষ্ঠানটি জড়িত-
• গ্রামের উন্নয়নে।
৯/ নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়?
• 1 টাকা।
১০/পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ কতদিন চালাতে পারেন ?
• 6 মাস।
১১/ কোন CPMF /CAPF ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়?
• ITBP ।
১২/ MATCH = OCVEJ, তবে SCORE = ?
• UEQTG
১৩/ নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল ?
• 42 তম সংশোধন।
১৪/ 2জন লোক ও 3 জন বালক যে কাজ 10 দিনে করতে পারে, সেই কাজ 3 জন লোক ও 2জন বালক মিলে 8 দিনে শেষ করে। তবে সেই কাজ 2 জন লোক ও 1জন বালক মিলে কত দিনে সম্পন্ন করবে ?
• 12 1/2 দিনে।
১৫ / 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে 13 ও 273 হলে, সংখ্যা দুটির যোগফল কত?
• 130।
সংখ্যা দুটি হল 91 এবং 39।
১৬/ কোন সাংকেতিক ভাষায় A কে C লেখা হয়, B কে D লেখা হয় , C কে E এবং এইভাবে Z অব্দি লেখা হলে, ওই সাংকেতিক ভাষায় CHIKMAGALUR কিভাবে লেখা হবে ?
• EJKMOCICNWT ।
১৭/ ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি ?
• কলকাতা হাইকোর্ট।
১৮/ কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল কোন দেশের নাগরিক?
• স্পেন।
১৯/ কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া “varuna,2018”-তে অংশগ্রহণ করেছিল ?
• ভারত ও ফ্রান্স।
২০/ 126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যের দুই প্রকার চা তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে1:1:2 অনুপাতে মিশ্রিত হল। যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজিতে 153 টাকা হয়, তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য কত হবে ?
• 175. 50 টাকা।
২১/ কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের বাংলায় 17% এবং ইংরেজিতে 18% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার হল –
•70 %
২২/ গাড়ির হেডলাইটে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয় ?
• অধিবৃত্তাকার অবতল দর্পণ।
২৩/ পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির সাথে নদীগুলির সম্পর্ক স্থাপন করো ।
• নদী জেলা
কংসাবতী পশ্চিম মেদিনীপুর
তিস্তা জলপাইগুড়ি
গঙ্গা মুর্শিদাবাদ
তোর্সা কুচবিহার
২৪/ কোন ব্যক্তিত্ব “গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড “2018- তে পুরস্কৃত হন ?
• শেখ হাসিনা।
২৫/ হিরোশিমাতে ফেলা পারমানবিক বোমা টির সাংকেতিক নাম কি ?
• লিটল বয়।
২৬/ নিম্নলিখিত শব্দ গুলির কে অর্থবহ ক্রমানুসারে সাজাও।
• 1, consultation
2, Illness
3, Doctor
4, Treatment
5, Recovery
অর্থবহ ক্রমানুসারে হল –
2 ,3 ,1, 4 ,5
২৭/ জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় হলো –
• প্যালিওন্তলজি।
২৮/ কোন একটি সংখ্যা দিয়ে 43628 কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় যথাক্রমে 76 ও 536। ভাজক টি নির্ণয় করো।
• 567।
২৯/ 45 কিমি / ঘন্টা বেগে গতিশীল 130 মিটার একটি লম্বা ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু পার করে। সেতুটির দৈর্ঘ্য কত?
• 225 মিটার।
৩০/ সৌরজগতের একমাত্র গ্রহ যে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে তা হল-
• ইউরেনাস ও শুক্র।
৩১/ কোন একটি নির্দিষ্ট বছরে গান্ধীজীর জন্মদিন হয়েছিল রবিবার। সেই বছরের ক্রিসমাস কবে হবে?
• রবিবার।
৩২/ যদি ” +” মানে ” _ ” , ” _ ” মানে “X” , ” ÷ “মানে ” +” এবং”X”মানে ” ÷ “হয় ,তবে 12 ×5÷3-2+3= ?
• 5 ।
৩৩/ কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয় ?
• 21শে জুন ।
৩৪/ কিছু টাকা 5% সরল সুদের হারে কত বছরে তিনগুণ হবে ?
• 40 বছরে।
• ৩৫/ কোন একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। যদি ছাত্র দের 20% এবং ছাত্রীদের 30% কলারশিপ প্রাপক হয় , তবে সেই স্কুলে কত শতাংশ ছাত্র-ছাত্রী কলারশিপ পাইনি?
• 76 %
৩৬/ কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়?
• অনুচ্ছেদ- 368।
৩৭/ দুটি সংখ্যার যোগফল 25 এবং অন্তর 13। সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো।
• 114
৩৮/1600, 1700, 1800,1900,2000, 2021, 2200, 2300, 2400- এদের মধ্যে কতগুলি লিপিয়ার আছে?
• 3 টি।
• 100 বছর অন্তর হলে 400 দিয়ে ভাগ করে দেখতে হয়।
৩৯/ একটি ছবি দেখিয়ে সুরেশ বলল -” আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা”, সুরেশ এর সাথে ছবির ব্যক্তির সম্পর্ক কি?
• বোন ।
৪০/ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল ?
• অন্ধ্রপ্রদেশ ।
৪১/ ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে?
• ওমপ্রকাশ রাওয়াত।
৪২/ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন-
• ইয়ং বেঙ্গল মুভমেন্ট এর সঙ্গে।
৪৩/ কোন খেলার সাথে “ফর্মুলা -1” যুক্ত হয়?
• মোটর রেসিং।
৪৪/বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম এর সঙ্গে সহযোগী ছিলেন কে ?
• প্রফুল্ল চাকী।
৪৫/ পুলিৎজার পুরস্কার 2018 পেয়েছিলেন-
• দি নিউ ইয়র্ক টাইমস।
৪৬/ কোন ঘড়ি আয়নায় 12:40 দেখলে তার প্রকৃত সময় কত?
• 11: 20
৪৭/ একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3: 21 , 282 রান তুলতে হলে 40 ওভারে রানের গড় কত হবে ?
• 6 . 25
৪৮/ তৃতীয় সংখ্যার গড় 77। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যার তৃতীয় সংখ্যার দ্বিগুণ। সংখ্যাটি নির্ণয় করুন ।
• 133, 66, 33
৪৯/ অতি নিম্নতাপমাত্রায় গঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিস্ময় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হল –
• ক্রায়োজেনিকস ।
৫০/ রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়?
• ভেক্টর ।
৫১/ একটি সেলাই মেশিনের কয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 10% 15% ছাড় দেয়। সেলাই মেশিন বিক্রয় মূল্য কত?
• 612 টাকা।
৫২/ পাঁচটি বালকের মধ্যে B,A এর থেকে লম্বা কিন্তু D এর মত লম্বা নয়।C,E এর থেকে লম্বা কিন্তু A এর থেকে বেটে। সবচেয়ে দীর্ঘতম কে?
• D
৫৩/ কোন দেশটি BRICS – এর সদস্য নয়?
• কানাডা ।
৫৪/ একটি নৌকা স্রোতের প্রতিকূলে দূরত্ব 8 ঘন্টা 45 মিনিটে অতিক্রম করে। এবং স্রোতের অনুকূলে দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। নৌকাটির বেগ ও স্রোতের বেগ এর অনুপাত কত?
• 8: 3
৫৫/ কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন ?
• শূশ্রুত
৫৬/ সমুদ্রের গভীরতা কোন যন্ত্রের দ্বারা মাপা হয় ?
• ফ্যাদোমিটার।
৫৭/ মানুষের খুলি কত সংখ্যক হাড় দিয়ে তৈরি ?
• 22 টি।
৫৮/ ভারতের সর্ববৃহৎ বাঁধ কোন নদীর উপর নির্মিত ?
• নর্মদা নদীর উপর।
৫৯/ একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 দিয়ে যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায়, সেই সংখ্যাটি যদি তিনগুণ করা হয় তবে তা 75 হয়। সংখ্যাটি কত ?
• 8
৬০/ 18 টি শিশু একটি সারিতে বাঁ দিক থেকে সপ্তম রাজু। যদি মতিও রাজু পরস্পরের জায়গা বদল করে, তবে বাঁ দিক থেকে রাজু 15 তম হবে। ডানদিক থেকে মতির বর্তমান অবস্থান কি?
• 12 তম।
গ – বিভাগ : –
৬১/ 65 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2018 তে সেরা অভিনেতা কে নির্বাচিত হয়েছিল?
• রিদ্ধি সেন।
৬২/দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা রং সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল 121 রং সংখ্যাটির অংকগুলির অন্তর 3। সংখ্যাটি কত?
• 74
৬৩/ ভারতের কোন রাজ্য কে চিনির বাটি বলা হয়?
• উত্তর প্রদেশ।
৬৪/রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রাত থেকে বয়সে বড়। রিতা গীতার চেয়ে বড়। শ্যাম রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে বয়সে ছোট। এদের মধ্যে কনিষ্ঠতম কে?
•গীতা।
৬৫/ মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
• নর্মদা।
৬৬/ ভারতের কোন রাজ্য জম্মু-কাশ্মীরের পরে দ্বিতীয় স্বরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে?
• কর্ণাটক ।
৬৭/ কিসের জন্য জালিওনাবাগ এর হত্যাকান্ড হয়েছিল ?
• রাওলাট অ্যাক্ট।
৬৮/ ভাবা কবচ কি ?
• জ্যাকেটের নাম।
৬৯/ কান ফিল্ম %