
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তারই প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি নতুন ভাবে প্রকাশ করা হয়েছেজানা যায় এই পদের চাকরির জন্য প্রায় ৯ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে।
2021 সালে দাঁড়িয়ে গত বছরের তুলনায় এই বছরও চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ। সরকারি চাকরি প্রায় নেই বললেই চলে। পাশাপাশি বেসরকারি সংস্থাতেও চাকরির কোন ভরসা পাচ্ছে না চাকরি প্রার্থীরা।
2020 এবং 2021 সালে এই মর্মান্তিক COVID সংক্রমনের জেরে বহু মানুষ নিজের কর্মসংস্থান হারিয়ে বাড়িতে বসে আছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো চাকরি পাচ্ছে না মানুষ।এই সমস্ত দুঃখজনক ঘটনার মাঝখানে মানুষ আশার আলো খুঁজে সরকারি চাকরির ওপর।
জানা যায় বেশ কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের জন্য যে আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল তারই প্রিলি পরীক্ষা সাম্প্রতিক 18 ই জুলাই হবার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে জানানো হয়েছে সমস্ত জেলার জেলাশাসক দের এই পরীক্ষা আয়োজন করার আর্জি জানিয়েছেন।
পরীক্ষার সময় এবং নম্বরের বিস্তারিত আলোচনা :-
পরীক্ষা হবে মোট ১০০নম্বরের অবজেক্টিভ প্রশ্নের ওপর। যার মধ্যে ৫০ নম্বর থাকবে জেনারেল নলেজের উপর এবং ৩০ নম্বর থাকবে অংকের ওপর ও রিজিনিং এর ওপর থাকবে ২০ নম্বর । পরীক্ষার সময় আগামী 18 ই জুলাই বেলা 12 টা থেকে 1 টা পর্যন্ত।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে জানা যায় জানা যাচ্ছে যে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের জন্য প্রায় ৯ লক্ষ প্রার্থী আবেদন করেছেন । কিন্তু এই পদের জন্য ৮৬৩২ জন প্রার্থী নিয়োগ করা হবে ।
নিয়োগ পদ্ধতি :- প্রার্থীকে মোট চারটি স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হবার পরই নিয়োগ করা হবে । তার মধ্যে প্রথমটি হলো পিলি পরীক্ষা । এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর হবে শারীরিক দক্ষতা পরীক্ষা ।তারপর হবে মূল পরীক্ষা। এবং সর্বশেষ হবে পারসনাল ইন্টারভিউ।প্রার্থীদের জানানো যাচ্ছে পরীক্ষার ১০ দিন আগে তারা এডমিট কার্ড হাতে পেয়ে যাবেন ।
যে সকল প্রার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন তারা বিভিন্ন বই নোটস এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরও ভালোভাবে নিজেদের তৈরি করুন।
পরীক্ষা এবং এডমিট কার্ড সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানার জন্য নিচে থাকা লিংকে ক্লিক করুন –www.wbpolice.gov.in
West Bengal purulia manbazar 2 block ankro post ankro
soumengoswami48565@gmail.com