
মাধ্যমিক পরীক্ষা কবে হচ্ছে! নির্দিষ্ট তারিখ কি? কিভাবে হবে পরীক্ষা? এই নিয়ে চিন্তায় চিন্তায়
আছেন।আপনি কিছু জানেন না কীভাবে হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা কবে হবে বিস্তারিত জানুন
তবে জেনে রাখুন এই করণা মহামারীর ভয়াবহ কারণে আগেই পেছানো হয়েছিল মাধ্যমিক পরীক্ষা
তারিখ। তারপর সমস্ত কিছু পরিস্থিতির কথা মাথায় রেখে ঠিক করা হয়েছিল আগামী ১জুন থেকে ১০
জুন শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।
কিন্তু এই করোনার মহামারীর পরিস্থিতি দ্বিতীয় ধাপে এসে, ১ জুন থেকে পরীক্ষা নেয়া সম্ভব
না এমনটাই মনে করছেন মধ্যশিক্ষা পর্ষদ, আগামী ১ জুন থেকে হচ্ছেনা মাধ্যমিক পরীক্ষা।
পরীক্ষা পেছাচ্ছে না বাতিল হবে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছে পর্ষদ। তারফলে 12 লক্ষ
পরীক্ষার্থীর সমস্যায় পড়েছেন। এই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে
নির্ধারিত সূচি অনুযায়ী জানানো হয়েছিল ৮ হাজার ২০০ টি কেন্দ্রে এবার মাধ্যমিক পরীক্ষা নেয়া হবে
সেটি সম্ভব হয়ে ওঠেনি।
মাননীয় অনিমেষ হালদার মাধ্যমিক শিক্ষা ও শিক্ষা কমিটি রাজ্য কমিটির অন্যতম সদস্য তিনি
জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষা পুরোপুরি বাতিল হোক আমরা এটা চাই না।আমরা চাই পর্ষদ আমাদের সাথে মানে শিক্ষা সংগঠনের সঙ্গে একটি আলোচনায় বসে চূড়ান্ত
নিয়ে উপনীত হোক। যেখানে কিভাবে পরীক্ষা নেয়া সম্ভব, পরীক্ষার টাইম কিছুটা পিছিয়ে দেওয়া যেতে পারে কি না ,
পরীক্ষা বাড়িতে বসে হোম সেন্টার এর মাধ্যমে পরীক্ষা নেওয়া ।এই সমস্ত বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
এই নিয়ে আজ আমরা বৈঠকে বসছি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্সী সমিতি, রাজ্য সমিতির সমস্ত মেম্বেরদের নিয়ে আমাদের সিদ্ধান্ত হবে সেটা আমরা আগামীকাল মধ্যাশিক্ষা পর্ষদ শিক্ষা দপ্তরের জানিয়ে চিঠি দেবো।
আসুন দেখে নিই মাধ্যমিক পরীক্ষা কে নিয়ে অল পোস্ট গ্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার
আযাসোসিয়েশনের সভাপতি রঘীন সাঁই কি বলেছেন। তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন মাধ্যমিক
পরীক্ষার সিদ্ধান্ত যেটি মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ নেবে সেটি চূড়ান্ত হবে।
তিনি আরো বলেন কিভাবে পরীক্ষা হবে এটি সম্পূর্ণ শিক্ষা দপ্তরের অধীনে একটি আলোচ্য বিষয় এই
নিয়ে আলোচনা করুন মধ্যশিক্ষা পর্ষদ সাথে। তারপর একটা সঠিক সিদ্ধান্ত নিন। এটি সম্পূর্ণ
আপনাদের অধীনে তাই আমি শিক্ষামন্ত্রীও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি, আপনারা যতটা
তাড়াতাড়ি সম্ভব একটি সঠিক সিদ্ধান্ত নিন।