
রাজ্যের বিভিন্ন দপ্তরে চাকরি প্রার্থীদের নিয়োগের অভিযোগ উঠে আসছে। তার মধ্যে একটি হলো বন দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে অভিযোগ।চাকরি প্রার্থীদের মধ্যে অভিযোগ ছিল কর্মী নিয়োগের নিয়ম সঠিকভাবে মেনে হয়নি।
2021 সালে বিধানসভার ভারপ্রাপ্ত বনদপ্তর মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন যে এবার আর কোনরকম দুর্নীতি ছাড়া সঠিক নিয়ম মেনে বিভিন্ন জেলা থেকে প্রার্থী নিয়োগ করা হবে।
গতবছর পশ্চিমবঙ্গে বনদপ্তর থেকে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তাতে উল্লেখিত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থাকলেও তাতে আবেদন করেছিল পিএইচডি সহ বিভিন্ন উচ্চতর ডিগ্রি সম্পন্ন ব্যক্তিরা।
বিসিএস এর মাধ্যমে জানা যায় যে রাজ্যের বন মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন যে প্রত্যেকটি জেলায় জেলায় সঠিক এবং সুস্থভাবে নিয়ম মেনে সংশ্লিষ্ট জেলার বনদপ্তর কে ইন্টারভিউ আয়োজনের আবেদন জানিয়েছেন।
জানা যায় রাজ্যজুড়ে প্রার্থীদের অভিযোগ, নিয়োগ এর ইন্টারভিউ হলেও সঠিক নিয়ম মেনে ফল প্রকাশ ও নিয়োগ করেনি দপ্তর।