
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে চুক্তিভিত্তিক গ্রুপ সি মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
গ্রুপ সি পদে নিয়োগের বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো –
পোস্টের নাম :- মাল্টিটাস্কিং স্টাফ (MTS).
স্থান :- কলকাতা J. B Roy State Ayurvedic medical College and hospital এ নিয়োগ করা হবে।
বেতন :- ১০০০০ /- প্রতিমাসে
শিক্ষাগত যোগ্যতা :- 10+2 qualifications . basic knowledge in computer and laboratory work.
আবেদনের পদ্ধতি :- আবেদনপত্র পূর্ণ করে সমস্ত ডকুমেন্টস জেরক্স কপি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ – ১৭ ই মে ২০২১ । বিকেল তিন টে ।
আবেদনপত্র জমার ঠিকানা :- J.B Roy State Ayurvedic medical College and hospital 170 -172 Raja Dinendra Street Kolkata – 700004 .
নিয়োগ কি ভাবে হবে- পার্থী নিয়োগ হবে ইন্টারভিউের মাধ্যেমে। ইন্টারভিউ হবে ২৪ মে,২০২১ তারিখ। J. B Roy State Ayurvedic medical College and hospital এর অফিসে
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )-http://www.wbhealth.gov.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf