
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকোরুটমেন্ট বোর্ড এর তরফ থেকে আবার একটি গুরুত্বপূর্ণ নোটিশ উঠে
এলো,যেখানে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে
আবেদন করেছিলেন তাদের কে আবার ফর্ম ফিলাপে সংযোগসাধন করতে হবে।
কিভাবে করবেন এ সংযোগসাধন? শেষ তারিখ কবে? বিস্তারিত বিস্তারিত জানতে নিচের পড়ুন..
এই সংযোগ সাধন প্রক্রিয়া টি শুধুমাত্র সাব-ইন্সপেক্টর পদে আবেদনকারী পুরুষদের ক্ষেত্রে
প্রযোজ্য।মহিলাদের ক্ষেত্রে প্রক্রিয়াটি সম্পুন্ন করতে লাগবেনা।
কিভাবে করবেন ও তারিখ বিস্তারিত জানুন…
পশ্চিমবঙ্গ পুলিশের রিকোরুটমেন্ট বোর্ড এর তরফ থেকে জানানো পশ্চিমবঙ্গ পুলিশের
অফিশিয়াল ওয়েবসাইটে “Special Window” চালু হবে। আগামী 17 মে ২০২১ থেকে 31 মে তারিখ
অবদি চলবে। তার মধ্যে সাব-ইন্সপেক্টর পদে আবেদন করা সমস্ত পুরুষ প্রার্থীদের এটি সম্পূর্ণ
করতে হবে।
কিভাবে করবেন? আপনারা যখন অনলাইনে বা অফলাইনে আবেদন করেছিলেন আপনাদের
রেজিস্টার মোবাইল নাম্বারে, যে এপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি পাঠানো হয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশের
অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে “Special Window” লিংকে ক্লিক করে সিরিয়াল নাম্বার এবং
আপনাদের জন্ম তারিখ দিয়ে লগইন করবেন। তারপর “পোস্ট প্রেফারেন্স” সিলেক্ট করবেন।
তাহলে এটি সম্পূর্ণ হয়ে যাবে। এবং ওই পেজটি প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখতে হবে।