
West Bengal State Health & Family Welfare Samiti- Office of the Principal, Burdwan Medical College বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি নাম্বার হল -BMC/HCP-Engg/2585, Dated 26/10/2021 ।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ০৪ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
১. পোস্টের নাম :- STAFF NURSE
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০২ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-G.N.M. Training Course and must be registered under West Bengal Nursing Council.
বয়সসীমা:- ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
২.পোস্টের নাম :- LABORATORY TECHNICIAN
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০২ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Class 12 pass with Physics, Chemistry & Biology. Candidates should have 2 yrs D.M.L.T or Diploma in Laboratory Technology (DLT)
বয়সসীমা:- ১৯ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন প্রক্রিয়া :- যারা আবেদন করতে চান তাঁরা সরাসরি ইন্টারভিউ দেবার জন্য নিচে দেওয়া ঠিকানাতে যোগাযোগ করুন
ঠিকানা – Date: 16/11/2021
Venue: New Administrative Building, Office of the Principal, Burdwan Medical College, Burdwan
Reporting Time: 10:30 AM
পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
ইন্টারভিউ তারিখ – ১৬/১১/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://purbabardhaman.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf