
West Bengal State Electricity Transmission Company Limited গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন ইমেইল এর মাধ্যেমে । সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- DIRECTOR (HUMAN RESOURCE & ADMINISTRATION)
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Master in Business Administration/PGDM or equivalent in Human Resource from premier institute.
আরও বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে
বয়সসীমা:-৬২ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/১২/২০২০ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৫৬৫০০ টাকা থেকে ২১০৮০০ টাকা প্রতি মাসে
আবেদন প্রক্রিয়া :- যারা আবেদন করতে চান তারা e-mail এর মাধ্যেমে আবেদন করুন
email-id wbsetcldirectorhr@gmail.com
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ১৫/০১/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- www.wbsetcl.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply