
West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে
কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নাম্বার হল – MPP/2021/06, Date 16/11/2021।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ০১ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- SENIOR LAW OFFICER
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Graduate in any stream plus LLB from a recognized University duly approved by the Bar Council of India.
Experience: At least 10 years of experience as a Legal practitioner in High Court/District Court/ Legal Firm. See detailed notification (link given below).
বয়সসীমা:-৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৯০,০০০ টাকা
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য নিচে দেওয়া ঠিকানাতে ইন্টারভিউ দেবার জন্য যোগাযোগ করুন
Date: 16/12/2021
Venue: Seminar Hall-I 7th Floor, ‘D’-Block, Vidyut Bhavan, Block-DJ, Sector-II, Salt Lake, Bidhananagar, Kolkata-700091 (Opposite: Karunamoyee Bus Stand)
Reporting Time: 10:30 AM
পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://www.wbsedcl.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply