
West Bengal Public Service Commission (WBPSC)এর পক্ষ থেকে মোট 58 টি পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং – 7/2021
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো-
• পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (ASSISTANT PROFESSOR)।
• শূন্য পদের সংখ্যা :- 58 টি।
Ceramic Technology – 1 টি পদ।
Civil Engineering – 7 টি পদ।
Computer Science & Engineering – 3 টি পদ।
Electrical Engineering – 6 টি পদ।
Electronics & Communication Engineering – 8 টি পদ।
Environmental Science & Engineering – 1 টি পদ।
Information Technology – 3 টি পদ।
Mechanical Engineering – 13 টি পদ ।
Textile Technology – 3 টি পদ।
Textile Technology & Apparel Production Management – 3 টি পদ।
• বেতন :- (15600 — 39100/-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- For Engineering and Technology: B.E./B.Tech. and M.E./M.Tech. in relevant branch with 1st class or equivalent either in B.E./B.Tech. or M.E./M.Tech.
For M.C.A: B.E./B.Tech. and M.E./M.Tech. in relevant branch with 1st class or equivalent either in B.E./B.Tech. or M.E./M.Tech.
OR
B.E./B.Tech. and M.C.A with 1st class or equivalent either in B.E./B.Tech. or M.C.A
OR
M.C.A with 1st class or equivalent with 2 (two) years of relevant experience
See detailed notification
• বয়স সীমা :- 01.01.2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 36 বছরের মধ্যে হতে হবে।
• SC/ST অন্তর্ভুক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে 5 বছরের বয়সের ছাড় পাবেন, এবং OBC অন্তর্ভুক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে 3 বছরের বয়সে ছাড় পাবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের তারিখ :- 09/07/2021 – 29/07/2021
• আবেদন ফি :- আবেদন ফি বাবদ প্রার্থীদের 200 টাকা লাগবে। এবং SC/ST ও PWD প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না।
• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://wbpsc.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply