Uncategorized

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (WBPSC)এর পক্ষ থেকে মোট 58 টি পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং – 7/2021
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো-

 

• পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (ASSISTANT PROFESSOR)।

• শূন্য পদের সংখ্যা :- 58 টি।

Ceramic Technology – 1 টি পদ।
Civil Engineering – 7 টি পদ।
Computer Science & Engineering – 3 টি পদ।
Electrical Engineering – 6 টি পদ।
Electronics & Communication Engineering – 8 টি পদ।
Environmental Science & Engineering – 1 টি পদ।
Information Technology – 3 টি পদ।
Mechanical Engineering – 13 টি পদ ।
Textile Technology – 3 টি পদ।
Textile Technology & Apparel Production Management – 3 টি পদ।

• বেতন :- (15600 — 39100/-) প্রতি মাসে ।

• শিক্ষাগত যোগ্যতা :- For Engineering and Technology: B.E./B.Tech. and M.E./M.Tech. in relevant branch with 1st class or equivalent either in B.E./B.Tech. or M.E./M.Tech.
For M.C.A: B.E./B.Tech. and M.E./M.Tech. in relevant branch with 1st class or equivalent either in B.E./B.Tech. or M.E./M.Tech.
OR
B.E./B.Tech. and M.C.A with 1st class or equivalent either in B.E./B.Tech. or M.C.A
OR
M.C.A with 1st class or equivalent with 2 (two) years of relevant experience
See detailed notification

 

• বয়স সীমা :- 01.01.2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 36 বছরের মধ্যে হতে হবে।
• SC/ST অন্তর্ভুক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে 5 বছরের বয়সের ছাড় পাবেন, এবং OBC অন্তর্ভুক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে 3 বছরের বয়সে ছাড় পাবে।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।

 

• আবেদনের তারিখ :- 09/07/2021 – 29/07/2021

 

• আবেদন ফি :- আবেদন ফি বাবদ প্রার্থীদের 200 টাকা লাগবে। এবং SC/ST ও PWD প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না।

 

• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://wbpsc.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগ এর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ

ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগ এর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে – জানা যাচ্ছে মোট ...