
মসৃণ হল না রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া । জল গড়াল আদালত পর্যন্ত।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন।সেই অনুযায়ী বুধবার প্রাথমিকে ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হল।যার ফলে এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে আইনি জটিলতার আশঙ্কা করছেন অনেকে।মামলাকারীদের বক্তব্য, প্রাথমিক টেটে যে ৬টি প্রশ্ন ভুল থাকা নিয়ে মামলা দায়ের হয়েছিল, সেখানে মামলাকারীদের পাশ করিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত।
পাশাপাশি যে সমস্ত পরীক্ষার্থী বিতর্কিত প্রশ্নগুলির উত্তর লিখেছিলেন, তাদের সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে নতুন মামলা হয়।সুপ্রিম কোর্টে এ ব্যাপারে মামলাকারীদের বক্তব্যের সারবত্তা আছে বলে ফের সেই মামলা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল। তা এখনও ঝুলে রয়েছে ডিভিশন বেঞ্চে।
আগামী ৪ জানুয়ারি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।