
West Bengal Power Development Corporation Limited (WBPDCL) এর তরফ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বিজ্ঞপ্তি নং – WBPDCL/Recruitment/2021/03
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম ও শূন্য পদের সংখ্যা :-
১/ মিনস ম্যানেজার – 1 টি।
২/ সেফটি অফিসার – 2 টি।
৩/ অ্যাসিস্ট্যান্ট মিনস ম্যানেজার – 32 টি।
৪/ ব্লাস্টিং অফিসার – 2 টি।
৫/ ওয়েলফেয়ার অফিসার – 3 টি।
৬/ সূর্ভেয়োর – 4 টি।
৭/ ওভার ম্যান – 21 টি।
৮/ অফিসার এক্সিকিউটিভ – 1 টি।
• বেতন :- (30000 — 85000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- Engineering Degree/ Diploma. Graduate/ Post Graduate
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা সরাসরি ইন্টারভিউর স্থানে উপস্থিত হয়ে আবেদন করতে পারবে ।
• ইন্টারভিউ তারিখ ও সময় :- 20/09/2021 – 21/09/2021 সকাল 10.30 থেকে দুপুর 2.00 পর্যন্ত।
• ইন্টারভিউর স্থান :- Bidyut Unnayan Bhaban’ – Corporate Office – WBPDCL, Block- LA, Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700106
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://wbpdcl.co.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf