পশ্চিমবঙ্গের চাকরী

WBPDCL- ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Power Development Corporation Limited (WBPDCL) বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি নাম্বার হল – WBPDCL/Recruitment/2021/05।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ৩০ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

১. পোস্টের নাম :- MEDICAL OFFICER

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১১

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-MBBS degree and registered with Medical Council of India / West Bengal Medical Council.

বয়সসীমা:- ৩৬ বছরের মধ্যে বয়স হতে হবে ।০১/১১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

২.পোস্টের নাম :- STAFF NURSE

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১৯ টি

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Higher Secondary or equivalent in any stream with Degree / Diploma in General Nursing and Midwifery from any institute recognized by the State Nursing Council and having registration with authorized Nursing Council.

 

বয়সসীমা:- ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/১১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

আবেদন প্রক্রিয়া :- সরাসরি ইন্টারভিউ হবে। যারা আবেদন করতে চান তাঁরা নিচে দেওয়া ঠিকানাতে যোগাযোগ করুন
Date: 10/12/2021 (from 10:30 AM to 2 PM)

 

Venue: Bidyut Unnayan Bhavan, Block- LA, Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700 106.

 

পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://wbpdcl.co.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...