
ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড -রিকুটমেন্ট অফ প্রজেক্ট অ্যাসোসিয়েট এর পক্ষ থেকে মোট 22 শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
আবেদনের জন্য যোগ্যতা ,বেতন, ও চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল –
১/ পদের নাম :- প্রজেক্ট অ্যাসোসিয়েট (Project associate)
শূন্য পদের সংখ্যা :- 11 টি।
বেতন :- (35000 /-) প্রতি মাসে ।
জব লোকেশন :- হলদিয়া, রায়গঞ্জ ,আসানসোল ,দুর্গাপুর, ব্যারাকপুর ,হাওড়া ,এবং কলকাতা।
শিক্ষাগত যোগ্যতা :- master’s degree in environmental science and civil/ planning /chemical engineering form a recognised University/ institute.
বয়স সীমা :- বয়স 30 বছরের মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
২/ পদের নাম :- সিনিয়ার প্রজেক্ট অ্যাসোসিয়েট (Senior project associate )
শূন্য পদের সংখ্যা :- 11 টি।
বেতন :- (45000 /-) প্রতিমাসে।
জব লোকেশন :- হলদিয়া, রায়গঞ্জ ,আসানসোল ,দুর্গাপুর, ব্যারাকপুর ,হাওড়া ,এবং কলকাতা।
শিক্ষাগত যোগ্যতা :- master’s degree in environmental science and civil/ planning /chemical engineering form a recognised University/ institute.
বয়স সীমা :- বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
আবেদন পদ্ধতি :- প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ফ্রম ফিলাপ করে PDF বানিয়ে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
নিয়োগ পদ্ধতি :- ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
ইন্টারভিউর স্থান :- WBPCB হেড অফিস বিধান নগর কলকাতা – 7000106
অফিশিয়াল ওয়েবসাইট (official website)-https://www.wbpcb.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply