পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ

 

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ৪৮ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

 

১. পোস্টের নাম :- ASSISTANT ENVIRONMENTAL ENGINEER

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৫ (জেনারেল-১ / ওবিএস-২ / ইডাব্লুএস-/এসসি-১ / এসটি- ১)

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Bachelor Degree in Electrical /Bio technology/Chemical /Civil/Mechanical/Environmental/Instrumentation/Automobile or Public Health Engineering from
a recognized University.
Computer knowledge is essential

বয়সসীমা:- ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৫৬১০০ টাকা থেকে ১৪৪৩০০ টাকা প্রতি মাসে

 

 

২.পোস্টের নাম :- JUNIOR ENVIRONMENTAL ENGINEER

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১২ (জেনারেল-৭ / ওবিএস-২ / এসসি-২ / এসটি-১ )

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Diploma in Electrical /Bio technology/Chemical /Civil/Mechanical/Environmental/Instrumentation/Automobile or Public Health Engineering from approved State Council for Technical Education of Government of West Bengal Computer knowledge is essential.

বয়সসীমা:- ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৩৫৮০০ টাকা থেকে ১৯২১০০ টাকা

 

 

৩.পোস্টের নাম :- ENVIRONMENTAL ANALYST

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৩ (জেনারেল-০১ / এসসি-০১ / এসটি- ০১/ )

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Bachelor Degree in Environmental Science/Geology/Biology/Zoology/Botany/Chemis try/Microbiology/Physics/Biochemistry/Bitechnology from a recognised university.
Computer knowledge is essential

Experience: Two years’ experience in any Environmental Laboratory of Government / Statutory Organisation / Academic Institute or in any NABL accredited Environmental Laboratory.

বয়সসীমা:- ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৩২১০০ টাকা থেকে ৮২৯০০ টাকা

 

 

৪.পোস্টের নাম :- SENIOR ACCOUNTS CLERK

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৫ (জেনারেল- ৩/ ওবিএস-২ )

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Bachelor Degree in Commerce from recognised university with five years experience in Accounts work.
Computer knowledge is essential.

বয়সসীমা:- ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২৮৯০০ টাকা থেকে ৭৪৫০০ টাকা

 

 

৫.পোস্টের নাম :- ACCOUNTS CLERK

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৩ (জেনারেল-০২ / এসসি-০১ -)

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Pass in Madhyamik Examination of the West Bengal Board of Secondary Education or its equivalent.
Computer knowledge is essential

বয়সসীমা:- ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা

 

 

৬.পোস্টের নাম :- LABORATORY ASSISTANT

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৭

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Pass in Higher Secondary (Science) Examination of the West Bengal Council of Higher Secondary Education or its equivalent and possessing minimum 2 (two) years’ experience in Laboratory work.

Experience: Two years’ experience in any Environmental Laboratory of Government / Statutory Organisation / Academic Institute or in any NABL accredited Environmental Laboratory.

বয়সসীমা:- ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা

 

 

৭.পোস্টের নাম :- JUNIOR ENVIRONMENTAL ASSISTANT

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১৩

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Pass in Madhyamik Examination of the West Bengal Board of Secondary Education or its equivalent.
Computer knowledge is essential

বয়সসীমা:- ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা

 

 

আবেদন ফি :- ৩০০ টাকা আবেদন ফি লাগবে।
ওবিএস- / ইডাব্লুএস-/এসসি- / এসটি- / পিডাব্লুডি- প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফী লাগবে না।
ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে । বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে।

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু -১০/১২/২০২০
আবেদন শেষ -৩১/১২/২০২০

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://www.wbpcb.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

 

 

 

 

 

 

 

 

 

 

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...