পুলিশ / সেনা চাকরী

পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৩ মার্চ পর্যন্ত

পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ২৮৬ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

পোস্টের নাম :- ১. পশ্চিমবঙ্গ সিভিল এমার্জেন্সি ফোর্স

২. ওয়াটার উইং সিভিল ডিফেন্স

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ২৮৬ টি

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-১) আবেদনকারীকে সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের আওতায় সিভিল ডিফেন্স ফাউন্ডেশনের প্রশিক্ষণ শেষ করতে হবে।
২) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

৩) প্রার্থীদের বাধ্যতামূলক সাঁতার জানতে হবে। ৫০ মিটার সাঁতার কাটতে হবে। ২০০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়াতে হবে। পাহাড়ি উপজাতি প্রার্থীদের সাঁতারের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে নিয়োগের ছ’মাসের মধ্যে সাঁতার শিখতে হবে। নাহলে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে।
বয়সসীমা:- ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে । ২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

আবেদন ফি :- ২২০ টাকা আবেদন ফি লাগবে।
ওবিএস- / ইডাব্লুএস-/এসসি- / এসটি- / পিডাব্লুডি- প্রার্থীদের ক্ষেত্রে ২০ টাকা
ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে । বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে।

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- wbpolice.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ / সেনা চাকরী

WB Police Jobs:পশ্চিমবঙ্গ পুলিশের বড় ঘোষণা

গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ...