
উচ্চ মাধ্যমিক পাশের রাজ্যের বিভিন্ন জেলায় সুপারভাইজার নিয়োগ এর এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- এডুকেশন সুপারভাইজার।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি। মুর্শিদাবাদ জেলায় 1টি, এবং 24 পরগনা জেলায় 1টি।
• শিক্ষাগত যোগ্যতা :- কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস এবং সেইসাথে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষা জানা আবশ্যক।
• বয়স সীমা :- 01/01/2021 এরিস এবং জয়ী প্রার্থীর বয়স 20 থেকে 40 এর মধ্যে হতে হবে।
• আবেদন পদ্ধতি :- উক্ত পদের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে না প্রয়োজনীয় নথিপত্র সহ ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে।
• ইন্টারভিউর স্থান :- the office of the West Bengal minorities development & finance corporation , AMBER , DD – 27/ E sector – 1, Salt Lake, Kolkata – 700064
• ইন্টারভিউ তারিখ :- 26/08/2021 সকাল 11 টা থেকে।
• ইন্টারভিউর প্রয়োজনীয় ডকুমেন্টস :-
১/ বায়ো ডাটা।
২/ সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
৩/ বয়সের প্রমাণপত্র
৪/ দু কপি পাসপোর্ট সাইজ কালার ফটো।
• নিয়োগের স্থান :- আবেদনকারীদের মুর্শিদাবাদ জেলা ও 24 পরগনা জেলায় নিয়োগ করা হবে। প্রার্থীকে অবশ্যই সেই জেলার বাসিন্দা হতে হবে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://www.wbmdfc.org/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf