পশ্চিমবঙ্গের চাকরী

স্বাস্থ্য বিভাগে ৬৩১০ টি পদে নিয়োগ,আবেদনের শেষ তারিখ- ১৮/১১/২০২১

West Bengal Health Recruitment Board (WBHRB) বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ৬৩১০ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে,যা পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

 

১. পোস্টের নাম :- STAFF NURSE (GRADE-II) (Male/ Female)

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৬১১৪ টি

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-General Nursing and Midwifery course passed OR B.Sc (Nursing). Valid registration from West Bengal Nursing Council. Knowledge of Bengali/ Nepali spoken and written

বয়সসীমা:- ২০ থেকে ৩৯ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

 

২. পোস্টের নাম :- DENTAL TECHNICIAN/ DENTAL MECHANIC

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১৯ টি

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Diploma course in Dental Technician course recognized by the Dental Council of India.

বয়সসীমা:- ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

 

৩. পোস্টের নাম :- MEDICAL TECHNOLOGIST (GRADE III)

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১৩২ টি

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Diploma course in Medical Technology in the concerned subject OR Bachelor’s degree in Medical Technology in the concerned subject (see detailed notification link given below).

বয়সসীমা:- ২১ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

৪. পোস্টের নাম :- SCIENTIFIC OFFICER

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-B.Pharm/ B.Pharm (Ayurveda) degree or second class Honours degree in Chemistry or a Degree in Ayurveda

বয়সসীমা:- ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০১/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

৫. পোস্টের নাম :- ASSISTANT SUPERINTENDENT (NON-MEDICAL)

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৪৩ টি

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Degree in any discipline. Postgraduate Degree or Postgraduate Diploma in Hospital Management or Hospital Administration. Knowledge in Bengali (Spoken & Written)

বয়সসীমা:- ৩৬ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

 

৬. পোস্টের নাম :- MEDICAL OFFICER (KSHARSUTRA)

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-05 years degree in Ayurved (BAMS) and PG qualification in Shalyatantra (MD) (Ayurved). Knowledge in Bengali (Spoken & Written)

বয়সসীমা:- ০১/০১/২০২১ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু -০৩/১১/২০২১
আবেদন শেষ – ১৮/১১/২০২১

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- http://www.wbhrb.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...