
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বছরের চুক্তিভিত্তিক বর্ধমান কলেজ মেডিকেল- হসপিটালে স্টোর কিপার পদের প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- স্টোর কিপার।
• বেতন :- (10,000/-) প্রতিমাসে ।
• বয়স সীমা :- 17/09/2021 এর সময় অনুযায়ী প্রার্থীর বয়স 64 বছরের মধ্যে হতে হবে ।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে পারবে।
• ইন্টারভিউর তারিখ :- 28/08/2021. সকাল 10:30 এ।
• ইন্টারভিউ স্থান :- new administrative building , Bardhaman Medical College , Baburbag, Bardhaman – 713104
• প্রয়োজনীয় ডকুমেন্টস :-
• আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে।
• সেল্ফ অ্যাটেস্টেড প্রমাণ হিসেবে পাসপোর্ট /ভোটার কার্ড /আধার কার্ড /রেশন কার্ড ইত্যাদি আপলোড করতে হবে।
• সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জমা দিতে হবে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://www.wbhealth.gov.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply