পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগে লোক নিয়োগ

West Bengal Department of Food and Supplies এর তরফ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগেরএক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে- বিজ্ঞপ্তি নং – 1239-FS/O/Sectt/IT-15/2011
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে –
চাকরি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল –

 

১/ পদের নাম :- সিনিয়র সফটওয়্যার ডেভলপার।

• শূন্য পদের সংখ্যা :- 3 টি।

• বেতন :- (30000 — 100000 /-) প্রতিমাসে।

• শিক্ষাগত যোগ্যতা :- MCA or B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science. Relevant work experience of a minimum of 05 years

• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

 

২/ পদের নাম :- ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর।

• শূন্য পদের সংখ্যা :- 1 টি।

• বেতন :- (30000 — 100000 /-) প্রতিমাসে।

• শিক্ষাগত যোগ্যতা :- MCA or B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science. Relevant work experience of a minimum of 05 years.

• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

 

৩/ পদের নাম :- সফটওয়্যার ডেভলপার।

• শূন্য পদের সংখ্যা :- 2 টি।

• বেতন :- (30000 — 100000/-) প্রতিমাসে।

• শিক্ষাগত যোগ্যতা :- Qualification: MCA or B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science.

• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

 

৪/ পদের নাম :- টেচনিক্যাল সাপোর্ট পার্সোনাল।

• শূন্য পদের সংখ্যা :- 28 টি।

• বেতন :- ( 30000 — 100000/-) প্রতিমাসে।

• শিক্ষাগত যোগ্যতা :- Qualification: MCA/ B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science. Relevant work experience of minimum 06 years

• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

 

৫/ পদের নাম :- প্রজেক্ট ম্যানেজার।

• শূন্য পদের সংখ্যা :- 1 টি।

• বেতন :- ( 30000 — 100000/-) প্রতিমাসে।

• শিক্ষাগত যোগ্যতা :- Qualification: MCA or B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science. Relevant work experience of minimum 08 years

• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে।

• আবেদনের পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন।

• আবেদনের তারিখ :- 27/08/2021 – 17/09/2021

• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থী কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ করা হবে।

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website) – https://food.wb.gov.in/
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...