
http://Govtjob99.com :- সারা দেশ এর পাশাপাশি গোটা রাজ্য জুড়ে করোনা পরিস্থিতির ফলে থমকে গেছে সাধারণ জীবন যাত্রা। ফলে রাজ্যে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ ব্যবস্থা। নতুন করে শিক্ষক পদে নিয়োগের জন্য বেরোয়নি কোনরকম বিজ্ঞপ্তি। তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য নতুন আশার আলো দেখা দিয়েছে, গোটা রাজ্য জুড়ে নতুন করে লাইব্রেরিয়ান পদে নিয়োগ নিয়ে আলোচনা চলছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তরফে।
স্কুল শিক্ষা দপ্তর খবর সূত্রে জানা যায় এবার এক হাজারের বেশি শূন্যপদে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। পরিস্থিতি যাচাই করতে খুব দ্রুত বিদ্যালয় পরিদর্শকদের সংশ্লিষ্ট জেলায় স্কুলগুলিতে লাইব্রেরিয়ান পদে কতগুলি শূন্য পদ খালি রয়েছে সেটা জানতে কবে স্কুল শিক্ষা কমিশন দপ্তরকে । ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশনকে পার্থীর নিয়োগ নিয়ে যাবতীয় কার্যক্রম শুরু করে দিতে বলেছে ।এমনটাই জানা যায় সূত্রের খবর অনুযায়ী।
তত্ত্ব অনুযায়ী স্কুলগুলিতে 2012 সালে শেষবারের মতন লাইব্রেরিয়ান পদে প্রার্থী নিয়োগ করা হয়েছিল।জানা যায় 2012 সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং তা 2013 সালে সম্পন্ন হয়। স্কুল সার্ভিস কমিশনের এক বিশেষ সূত্রে জানা যায় যদি লাইব্রেরিয়ান পদে নিয়োগ হয় ,তবে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে।শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাইব্রেরিয়ান সাইন্স কোর্স করা থাকলে তবে আবেদনকারীর যোগ্য বলে গন্য হবে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে শূন্যপদ প্রায় এক হাজারের কিছু বেশি থাকবে।জানা যাচ্ছে যেহেতু প্রায় 8 বছর পর লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে ফলে শূন্যপদ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলা গুলি থেকে শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তর মারফত স্কুল সার্ভিস কমিশনের কাছে পৌঁছে দিলেই দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তবে এবার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি তে অনেক চাকরিপ্রার্থীদের মুখে আশার আলো দেখা দিয়েছে।
alakeshdas721157@gmail.com
biswajitmahato464@gmail.com
Shubhamhalder03@gemil.com