চাকরীর খবর

WBPSC Food Recruitment 2021:ফুড সাব – ইন্সপেক্টর পদের বিস্তারিত তথ্য

 

খুব তারাতারি প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ফুড সাব – ইন্সপেক্টর পদের নিয়োগের বিজ্ঞপ্তি। ভোট শেষ হলেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন।গোটা রাজ্য জুড়ে মোট শূন্য পদের সংখ্যা হাজারের ও বেশি কিন্তু এই সময়ে ৭০০ টি শূন্য পদে নিয়োগ হবে বলে জানিয়েছে কমিশন। শিক্ষাগত যোগ্যতা কত লাগবে ?বয়স সীমা কত হলে আবেদন করতে পারবেন?আবেদন ফি কত হতে পারে? এই সমস্ত বিস্তারিত জানুন নিচে –

 

পোস্টের নাম- ফুড সাব – ইন্সপেক্টর

শূন্য পদ – ৭০০ টি হতে পারে

বেতন – পে লেভেল ২ অনুসারে মূল বেতন ৫৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- এই পদের আবেদন মাধ্যেমিক পাস হলেই করতে পারবেন

আবেদন ফি – জেনারেলদের জন্য – ১১০ টাকা লাগবে ও অন্যান্য কাস্টের জন্য কোন টাকা লাগবে না

আবেদন কি ভাবে করবেন- https://wbpsc.gov.in/ এই ওয়েবসাইট আপনি আবেদন করতে পারবেন

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

চাকরীর খবর

SSC প্রায় 15 হাজার নিয়োগ করবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন ,আগামী দুই মাসের মধ্যে ...
চাকরীর খবর

নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করুন , ১০ হাজার টাকা করে পাবেন

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাই পাস করেছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন ...