
খুব তারাতারি প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ফুড সাব – ইন্সপেক্টর পদের নিয়োগের বিজ্ঞপ্তি। ভোট শেষ হলেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন।গোটা রাজ্য জুড়ে মোট শূন্য পদের সংখ্যা হাজারের ও বেশি কিন্তু এই সময়ে ৭০০ টি শূন্য পদে নিয়োগ হবে বলে জানিয়েছে কমিশন। শিক্ষাগত যোগ্যতা কত লাগবে ?বয়স সীমা কত হলে আবেদন করতে পারবেন?আবেদন ফি কত হতে পারে? এই সমস্ত বিস্তারিত জানুন নিচে –
পোস্টের নাম- ফুড সাব – ইন্সপেক্টর
শূন্য পদ – ৭০০ টি হতে পারে
বেতন – পে লেভেল ২ অনুসারে মূল বেতন ৫৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- এই পদের আবেদন মাধ্যেমিক পাস হলেই করতে পারবেন
আবেদন ফি – জেনারেলদের জন্য – ১১০ টাকা লাগবে ও অন্যান্য কাস্টের জন্য কোন টাকা লাগবে না
আবেদন কি ভাবে করবেন- https://wbpsc.gov.in/ এই ওয়েবসাইট আপনি আবেদন করতে পারবেন