পশ্চিমবঙ্গের চাকরী

কলেজ সার্ভিস কমিশনের, অনলাইনে আবেদন শুরু

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

কমিশনের বিজ্ঞাপন অনুসারে (বিজ্ঞাপন নম্বর- ১/২০২০), রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। যে সমস্ত বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে তার মধ্যে আছে আর্টস, কমার্স, সায়েন্স, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্সেস, এডুকেশন, ল্যাঙ্গুয়েজেস, লাইব্রেরি সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, মিউজিক, পারফর্মিং আর্টস, ভিজুয়াল আর্টস এবং অন্যান্য ভারতীয় কলা।

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট, প্রাসঙ্গিক বা সহযোগী বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর (বা সম মানের গ্রেড)-সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি UGC বা CSIR দ্বারা পরিচালিত NET, অথবা বিভিন্ন রাজ্য সরকার পরিচালিত SLET বা SET পাশ করতে হবে। তবে PhD ডিগ্রি থাকলে নেট/সেট পাস NET বা রাজ্য স্তরের টেস্টে পাশ না করলেও আবেদন করা যাবে।

তবে মিউজিক, পারফর্মিং আর্টস, ভিজুয়াল আর্টস এবং অন্যান্য ভারতীয় কলা বিষয়ে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট, প্রাসঙ্গিক বা সহযোগী বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর (বা সমমানের গ্রেড)-সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তবে তাঁদের UGC বা CSIR দ্বারা পরিচালিত NET, অথবা বিভিন্ন রাজ্য সরকার পরিচালিত SLET বা SET পাশ না করলেও হবে। সে ক্ষেত্রে তাঁদের পেশাগত উৎকর্ষতা থাকতে হবে।

বয়সসীমা:- ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৫৭,৭০০ টাকা

 

আবেদন ফি :- ২০০০ টাকা আবেদন ফি লাগবে।
ওবিএস- / ইডাব্লুএস-/এসসি- / এসটি- / পিডাব্লুডি- প্রার্থীদের ক্ষেত্রে ১০০০
ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে । বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে।

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- www.wbcsconline.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

 

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...