
কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে গত ২৮ ডিসেম্বর কমিশন এই পদক্ষেপ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ৪ জানুয়ারি থেকে কমিশন চাকরিপ্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করতে চলেছে। তার আগে গতকাল, ৩১ ডিসেম্বর কমিশনের তরফে এই বিষয়ে একটি জরুরি বিবৃতি জারি করা হয়েছে।
গত ২৮ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে (মেমো নম্বর: ৬৮৯/৬৭২৩/সিএসএসসি/ইএসটিটি/২০২০) যোগ্য চাকরিপ্রার্থীদের সমস্ত নথি নির্দিষ্ট পোর্টালে pdf ফরম্যাটে জমা দিতে বলা হয়েছিল। গত ২৮ ডিসেম্বরের বিজ্ঞপ্তির অঙ্গ হিসেবে প্রকাশিত ৩১ ডিসেম্বরের বিবৃতিতে (মেমো নম্বর: ৬৯৪/৬৭২৩(II)/সিএসএসসি/ইএসটিটি/২০২০) চাকরিপ্রার্থীদের নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে JPEG ফরম্যাটে। যে সমস্ত নথির JPEG ফাইল আপলোড করতে হবে, সেগুলি হল:
১.ফটো আইডি (ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ PAN কার্ড/পাসপোর্ট/ আধার কার্ড)
২.মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
৩.মাধ্যমিকের মার্কশিট
৪.উচ্চ মাধ্যমিকের মার্কশিট,
৫.স্নাতকের সব মার্কশিট
৬.প্রফেশনাল যোগ্যতার মার্কশিট
৭.জাতি শংসাপত্র (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য)
৮.ডিজেবিলিটি সার্টিফিকেট (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য)
৯.স্ট্যাম্প সাইজের রঙিন ছবি