চাকরীর খবর

সাড়ে ১৬ হাজার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

প্রাথমিকেও শিক্ষক নিয়োগে বড়সড় ধাক্কা খেল রাজ্য৷ ভোটে মুখে সাড়ে ১৬ হাজার শূন্যপদে প্রাথমিকে শিক্ষক নিয়োগের কথা থাকলেও তা আপাতত স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আর তাতেই নিয়োগ ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক৷
২০১৪ সালের প্রাইমারি টেটের অস্বচ্ছ মেধাতালিকা প্রকাশের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী৷ তাঁদের অভিযোগ, মেধাতালিকার কোনও পূর্ণঙ্গা তালিকা প্রকাশ করা হয়নি৷
মেধাতালিকায় অস্বচ্ছ অভিযোগ সংক্রান্ত মামলা ওঠে কলকাতা হাইকোর্টে৷ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছেন৷ মামলার নিষ্পত্তি না হওয়া স্থগিতাদেশ বহাল থাকবে৷ আগামী ৪ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হওয়ার কথা৷
হাইকোর্টের এই নির্দেশে চরম অনিশ্চিত টেটের নিয়োগ৷ একই সঙ্গে কার্যত অনিশ্চিত সাড়ে ১৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ৷ তার উপর রয়েছে নির্বাচন৷ সব কিছু ঠিকঠাক থাকলে মার্চ মাসের প্রথম সপ্তাহ ৭ তারিখের মধ্যে ভোটের দিন ঘোষণা হয়ে যেতে পারে বলে আজ অসম থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন খোদ প্রধানমন্ত্রী৷ যদি ৭ মার্চের মধ্যে ভোটের ঘোষণা হয়ে যায়, তাহলে চালু হয়ে যাবে নির্বাচনী বিধিনিষেধ৷ সেক্ষেত্রে ঝুলে যাওয়া এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাংলায় হাজার হাজার চাকরিপ্রার্থী৷

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

চাকরীর খবর

SSC প্রায় 15 হাজার নিয়োগ করবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন ,আগামী দুই মাসের মধ্যে ...
চাকরীর খবর

নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করুন , ১০ হাজার টাকা করে পাবেন

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাই পাস করেছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন ...