
পুলিশ বাহিনীতে ১০ হাজার ৩৭০ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
রাজ্য পুলিশে কনস্টেবল পদে ৯ হাজার ২৮৮টি আসনে নিয়োগ করা হবে। অন্যদিকে, সাব-ইনস্পেক্টর পদে শূন্য আসন সংখ্যা ১ হাজার ৮২টি।খুব শিগগির এই সমস্ত পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে সমস্ত পুলিশকর্মী ১৫ বছর কাজ করছেন তাঁদের মধ্যে অনেকেই নিজের জেলায় পোস্টিং চেয়েছেন।
এই ব্যাপারে ৫০ হাজার আবেদন জমা পড়েছিল। এরমধ্যে ৩৫ হাজার পুলিশকে তাঁদের নিজের জেলায় বদলি করা হয়েছে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশে এই বিপুল সংখ্যক নিয়োগের কথা ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।