
ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগ এর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে –
জানা যাচ্ছে মোট 22 টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ।ইন্টারভিউ দিন নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউর ঠিকানা স্থানে পৌঁছাতে হবে। এর জন্য কোন আলাদা ভাবে আবেদন করার প্রয়োজন নেই –
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে। যোগ্যতা বয়সসীমা বেতন বিস্তারিত নিচে আলোচনা করা হলো : –
পদের নাম :- ল্যাবরিটরী টেকনিশিয়ান।
শূন্য পদের সংখ্যা :- পাঁচটি ।
বেতন :- 17220 কুড়ি টাকা।
যোগ্যতা :- পদার্থ বিদ্যা রসায়ন বিদ্যা অংক অথবা জীব বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। কোন কেন্দ্রীয় বা ভারত সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি অথবা ল্যাবরিটরী টেকনিক নিয়ে ডিপ্লোমা মেডিকেল ল্যাবরিটরী টেকনোলজি নিয়ে ডিগ্রী কোর্স অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার সম্বন্ধে বেসিক জ্ঞান থাকতে হবে। রক্ত পরীক্ষা করার ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা :- 01/01 /2021 তারিখের মধ্যে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
পদের নাম :- মেডিকেল টেকনোলজিস্ট।(critical care)
শূন্য পদের সংখ্যা :- 11 টি।
বেতন :-17220 কুড়ি টাকা।
যোগ্যতা :- পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা এবং জীব বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনলজির ওপর দু বছরের ডিপ্লোমা কোর্স।যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনলজি ওপর ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বয়স সীমা :- 01/01 /2021 তারিখের মধ্যে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
পদের নাম :- মেডিকেল টেকনোলজিস্ট ( OT)
শূন্য পদের সংখ্যা :- 6 টি ।
বেতন :-17220 কুড়ি টাকা।
যোগ্যতা :- পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা এবং জীব বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে
পদের নাম :- মেডিকেল টেকনোলজিস্ট ( OT)
শূন্য পদের সংখ্যা :- 6 টি ।
বেতন :-17220 কুড়ি টাকা।
যোগ্যতা :- পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা এবং জীব বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে মেডিকেল টেকনোলজি (OT)এর ওপর দুই বছরের ডিপ্লোমা কোর্স যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে OT টেকনোলজি নিয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বয়স সীমা :- 01/01 /2021 তারিখের মধ্যে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
ইন্টারভিউ তারিখ :- 18 ই মে 2021।
ইন্টারভিউর ঠিকানা :- college council of academic building, DMGMCH Purulia .
ইন্টারভিউয়ের সময় :- বিকেল তিন টে ।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট (official website) দেখুন –
অফিশিয়াল ওয়েবসাইট (official website)- https://www.wbhealth.gov.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply