
চাকরি হবে বাংলায়- প্রচারে এসে ফের এই আশ্বাসই দিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রী জানান, বাংলায় সিলিকন ভ্যালি হবে। প্রচুর মানুষের চাকরি হবে। বানতলা থেকে শুরু করে অনেক শিল্পতালুক হয়েছে বাংলায়।তাঁর আমলে বাংলায় ৪০ শতাংশ দারিদ্রতা কমে গিয়েছে।
আশীর্বাদ করুন যাতে ভবিষ্যতে যাতে আরও ভালো কাজ করতে পারি। সিঙ্গুরে এসে শিল্প তৈরির প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন অমিত শাহ।
সেই সঙ্গে রাজ্যে কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়ে যান শাহ।এবার শাহের পালটা রাজ্যে চাকরি, কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিলেন মমতা।
sorojitmondal2025@gmail.com
Ahirpintu423@gmail . Com