
মাধ্যমিক পাশে VLP পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।চাকরি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো –
• পোস্টের নাম :- ভিলেজ লেভেল এন্ত্রেপ্রেনিওর (VLP)
• বেতন :- ( 10000 /- ) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস এবং সেইসঙ্গে ছয় মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে।এবং আবেদনকারীর সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা ও ভোটার সদস্য হতে হবে।
• বয়স সীমা :- 3/12/2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
• আবেদনের পদ্ধতি :- আবেদনপত্র পূর্ণ করে সমস্ত জরুরী ডকুমেন্টস সংযুক্ত করে একটি খামে মুখ বন্ধ করে নির্দিষ্ট ঠিকানায় অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
• আবেদনের শেষ তারিখ – ১৯ ই জুলাই ২০২১ । বিকেল তিন টে ।
• প্রয়োজনীয় নথিপত্র :- বয়সে শংসাপত্র শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র কম্পিউটার সার্টিফিকেট আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে।
• আবেদনপত্র জমার ঠিকানা :- To the Block Development Officer & programme officer , Tarakeswar Dev, Block ,Tarakeswar, Hooghly.
• পার্থী বাছাই পদ্ধতি :- সম্পূর্ণ মেধার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে, এবং 24 জুলাই সকাল 11 টায় কম্পিউটার টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে।
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
Village:-Upper Dewash,p,o:-Dewash p,s:-sainthia,Dist:-Birbhum.pin:-731201(W,B).
ami madhomik pass ami ai kaj ta korte chai
ami kaj ta korte chai please amake ai kaj din
It is good
I interested to this office