
সরাসরি ইন্টারভিউর মাধ্যমে উত্তর ভারত কৃষি বিশ্ববিদ্যালয় তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং :- UBKV/DR-377, UBKV/DR-376।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- জুনিয়ার রিসার্চ ফেলো (JUNIOR RESEARCH FELLOW)।
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।
২/ পদের নাম :- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট (PROJECT ASSISTANT) ।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (10000 — 35000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Bachelor Degree/Graduate, Post Graduate/Master Degree
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের আলাদাভাবে কোনরকম আবেদন করতে হবে না,নিজেদের জরুরী সমস্ত ডকুমেন্ট সহ সরাসরি ইন্টারভিউ স্থানে পৌঁছাতে হবে।
• ইন্টারভিউর তারিখ :- 15/09/2021
• ইন্টারভিউর স্থান :- The Director of Research, Uttar Banga Krishi Viswavidyalaya, Pundibari, Cooch Behar
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.ubkv.ac.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – ১.pdf ২.pdf
name pran Krishna pal
clo dina bandhu pal
ps sahora
dist murshidabad
pin 731234
mobile no 9547794763