
রাজ্যের কৃষি দপ্তরের সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ্ধতিতে শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- DAESI
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (17,000 /-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- এগ্রিকালচার / হর্টিকালচার সোহেল স্নাতক হতে হবে। SAU অথবা KVK ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনকারী বায়ো-ডাটা স্ক্যান করে এবং সেলফ অ্যাটেস্টেড করা টি পাসপোর্ট সাইজ ফটো ইন্টারভিউর 7 দিন আগে নির্দিষ্ট ইমেইল আইডিতে পাঠাতে হবে।
• ইমেইল আইডি :-deeubkvrect@gmail.com
• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
• ইন্টারভিউ তারিখ ও সময় :- 20/08/2021 সকাল 11:30 মিনিট থেকে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://www.ubkv.ac.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf