
আগামী ৪ জানুয়ারি থেকে ভেরিফিকেশনের কাজ শুরু করতে চলেছে এসএসসি। জানা গিয়েছে, সোমবারের বৈঠকে ঠিক হয়েছে আপাতত ভেরিফিকেশন পর্ব শুরু করবে এসএসসি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্য চায় দ্রুত উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক৷ ডিভিশন বেঞ্চে আপিল করলে এই প্রক্রিয়া আরও বিলম্বিত হবে। তাই সিঙ্গেল বেঞ্চের রায়কেই মান্যতা দিয়েছে রাজ্য সরকার।
২১-এর বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য সরকার উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে বলে খবর৷
আপার প্রাইমারিতে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ৷ নিয়োগে অস্বচ্ছতা আর বেনিয়মের অভিযোগকে মান্যতা দেন তিনি৷ ফলে প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্ট সবই বাতিল হয়ে যায়৷ সেই সঙ্গে দ্রুত নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেন তিনি৷ সেই নির্দেশ মতোই আগামী ৪ জানুয়ারির মধ্যে কাউন্সেলিং, ডকুমেন্ট জমা নেওয়ার কাজ শুরু করে দিতে হবে রাজ্যকে৷ এপ্রিল মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে আদালত৷ ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ৷