ব্যাঙ্কে চাকরী

উনিয়ন ব্যাংকের গ্রুপ সি পদে প্রার্থী নিয়োগ

ইউনিয়ন ব্যাংকের গ্রুপ সি পদে প্রার্থী নিয়োগের গুরুত্বপূর্ণ এক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১/ পদের নাম :- সিনিয়র ম্যানেজার ।
• গ্রেড – MMGS – ।।।
• শূন্য পদের সংখ্যা :- 60 টি।
• বেতন :- ( 63840- 1990/5 – 73790 – 2220/ 2 – 78230/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- 60% নম্বরসহ অংক/স্ট্যাটিস্টিক অথবা ইকোনমিকসে স্নাতক। এমবিএ , পিজিডিএম, অথবা জিএআরপি অথবা সীএফএ ডিগ্রী থাকতে হবে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ও রিটিং এজেন্সি সংশ্লিষ্ট স্থানে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

২/ পদের নাম :- ম্যানেজার।
• গ্রেড – MMGS – ।।
শূন্য পদের সংখ্যা :- 60 টি।
• বেতন :- ( 48170 – 1740 / 1 – 49910 – 1990 /10- 69810/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- 60% নম্বরসহ অংক/স্ট্যাটিস্টিক অথবা ইকোনমিকসে স্নাতক। এমবিএ , পিজিডিএম, অথবা জিএআরপি অথবা সীএফএ ডিগ্রী থাকতে হবে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ও রিটিং এজেন্সি সংশ্লিষ্ট স্থানে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

৩/ পদের নাম :- ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ার)
• গ্রেড – MMGS – ।।
• শূন্য পদের সংখ্যা :- 7 টি।
• বেতন :- ( 48170 – 1740 / 1 – 49910 – 1990 /10- 69810 /-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে 60% নম্বরসহ B.E / B. Tech করতে হবে।

 

৪/ পদের নাম :- ম্যানেজার (আর্কিটেক্ট)।
• গ্রেড – MMGS – ।।
• শূন্য পদের সংখ্যা :- 7 টি।
• বেতন :- (48170 – 1740 / 1 – 49910 – 1990 /10- 69810 /-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে 60% নম্বরসহ আর্কিটেকচারে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।সংশ্লিষ্ট ফিল্ডে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

৫/ পদের নাম :- ম্যানেজার (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার)
• গ্রেড – MMGS – ।।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- ( 48170 – 1740 / 1 – 49910 – 1990 /10- 69810/-) প্রতিমাসে।

• শিক্ষাগত যোগ্যতা :- সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে 60% নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং B.E / B. Tech করতে হবে।সংশ্লিষ্ট স্থানে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

৬/ পদের নাম :- ম্যানেজার (প্রিন্টিং টেকনোলজিস্ট )
• গ্রেড – MMGS – ।।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- ( 48170 – 1740 / 1 – 49910 – 1990 /10- 69810/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে 60% নম্বর সহ প্রিন্টিং টেকনোলজি তে BE, B.Tech এর সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

৭/ পদের নাম :- ম্যানেজার (ফরেক্স )।
• গ্রেড – MMGS – ।।
• শূন্য পদের সংখ্যা :- 50 টি।
• বেতন :- (48170 – 1740 / 1 – 49910 – 1990 /10- 69810/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- ভারত সরকার অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এমবিএ , PGDBM,PGFBA,PGPM, থাকতে হবে।

 

৮/ পদের নাম :- ম্যানেজার (চার্টার্ড একাউন্ট) ।
• গ্রেড – MMGS – ।।
• শূন্য পদের সংখ্যা :- 14 টি।
• বেতন :- (48170 – 1740 / 1 – 49910 – 1990 /10- 69810/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- চার্টার্ড একাউন্টেন্ট ডিগ্রী সঙ্গে ব্যাংক, ক্রেডিট রেটিং এজেন্সি তে পক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- উপরিউক্ত পদগুলির জন্য প্রার্থীর বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।

 

৯/ পদের নাম :- ম্যানেজার (টেকনিকেল অফিসার)।
• গ্রেড – JMGS – ।
• শূন্য পদের সংখ্যা :- 26 টি।
• বেতন :- (36000 – 1490 / 7 – 46430 – 1740 / 2 – 49910 – 1990 / 7 – 63840 /-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- সরকার অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে 60 শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
• বয়স সীমা :- উক্ত পদের জন্য প্রার্থীর বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।

 

১০/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফরেক্স)।
• গ্রেড – JMGS – ।
• শূন্য পদের সংখ্যা :- 120 টি।
• বেতন :- (36000 – 1490 / 7 – 46430 – 1740 / 2 – 49910 – 1990 / 7 – 63840 /-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- ভারত সরকার অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এমবিএ , PGDBM,PGFBA,PGPM, থাকতে হবে।

 

• বয়স সীমা :- উক্ত পদের জন্য প্রার্থীর বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে হবে।

 

• আবেদন ফি :- প্রার্থীদের আবেদন ফি বাবদ 850 টাকা লাগবে।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না।

 

• নিয়োগ পদ্ধতি :- অনলাইন মাধ্যমে লিখিত পরীক্ষা হবে। পরীক্ষায় মোট নম্বর থাকবে 200। সম্পূর্ণ পরীক্ষার প্রশ্ন হবে mcq টাইপ। সময় থাকবে 2 ঘন্টা। থাকবে নেগেটিভ মার্কিং। এবং শেষ স্তর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ।

 

• পরীক্ষার সম্ভাব্য তারিখ – 09/10/2021

 

• পরীক্ষার কেন্দ্র :- দিল্লি, চন্ডিগড়, লখনৌ ,কলকাতা, পাটনা ,ভুবনেশ্বর ,হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই ,মুম্বাই এবং আমেদাবাদ।

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...