
মহম্মদ পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য। এর জেরে বৃহস্পতিবার থেকে অশান্ত হাওড়ার একাধিক এলাকা।
ভাঙচুর-বোমাবাজি-আগুন লাগানোর অভিযোগ উঠেছে। বন্ধ ইন্টারনেট পরিষেবা। এই পরিস্থিতিতে ওই জেলায় শান্তি ফেরাতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ রাজ্য বিজেপি নেতৃত্ব।
হাওড়ায় সেন্ট্রাল ফোর্স মোতায়েনের দাবি জানালেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, স্বপন দাশগুপ্তরা।
গণ্ডগোলের জেরে হাওড়ার পুলিস কমিশনার বদল করেছে স্বরাষ্ট্র দফতর। হাওড়ার নয়া পুলিস কমিশনার করা হয়েছে প্রবীণ ত্রিপাঠীকে। হাওড়া গ্রামীণ পুলিস জেলার নয়া সুপার হয়েছেন স্বাতী ভাঙালিয়া। এ নিয়েও রাজ্যকে খোঁচা দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “রাজ্য সরকার অফিসারদের সরিয়ে দিয়ে, গাফিলতি মেনে নিয়েছে।
কেন পুলিসকে চুপ থাকতে নির্দেশ দেওয়া হল? সরকার বাধ্য হয়েছে ইন্টারনেট বন্ধ করতে। পশ্চিমবঙ্গ বিপদের মধ্যে রয়েছে।”