
আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ আপাতত অনির্দিষ্ট দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।
এস এস সি বোর্ডের কর্মকর্তারা আদালতের কাছে আরও কিছু সময়ের দাবি জানিয়েছেন।
আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের আশায় রয়েছেন অনেক নতুন শিক্ষক । কিন্তু আপার প্রাইমারির ইন্টারভিউর তালিকা প্রকাশের জন্য কলকাতা হাইকোর্ট এর কাছে আরও চার সপ্তাহের সময়ের আর্জি জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। যদিও জানা যাচ্ছে যে সোমবার এই আবেদনের শুনানি হয়নি। বরং বিচারপতি অরিন্দম সিনহা এজলাস থেকে মামলা পাঠানো হয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের রেগুলার বেঞ্চে।জানা যায় গত 10 ই মে এর মধ্যে আপার প্রাইমারি শিক্ষকদের ইন্টারভিউর লিস্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে। কিন্তু এই নিয়মের এবার কিছুটা বদল লক্ষ করা যাচ্ছে। এ প্রসঙ্গে আপার চাকরিপ্রার্থী মঞ্চের সহ-সভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন রাজ্যের এই করুণ অবস্থায় কভিড পরিস্থিতির জন্য আমরা সকলে সচেতন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী 10 ই মে এর মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত না হওয়া এবং এই বিষয়ে এসএসসি তরফ থেকেও কোন বিবৃতি না দেওয়ায় মঞ্চ আশঙ্কায় ছিল।
তবে আদালতের কাছে এসএসসির আবেদন জানানোই এটা স্পষ্ট যে আদালতের নির্দেশ সম্বন্ধে এসএসসির যথেষ্ট সচেতন।
এসএসসি আশা করছে যে দ্রুত গ্যাজেট বিধি মেনে শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে।