
টেট পরীক্ষার্থীদের করা মামলায় হাইকোর্টের রোষের মুখে পড়তে হল রাজ্য ও পর্ষদকে। ২০১৭ সালের বিজ্ঞপ্তির পর ২০২১ সালে পরীক্ষা নেওয়ার প্রশ্নের মুখে হতে হল পর্ষদের পক্ষের আইনজীবী লক্ষ্মী গুপ্তকে।
২০১৭ সালের টেট পরীক্ষায় ডিএলইডি প্রশিক্ষণরত ২০১৮-২০ ব্যাচের পিটিশনারদের বসতে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। যে পরীক্ষা অবশেষে হল ৩১ জানুয়ারি ২০২১-এ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে পরীক্ষার্থীরা।পর্ষদ পক্ষের আইনজীবী লক্ষ্মী গুপ্ত মঙ্গলবার এ নিয়ে আদালতে বলেন, মামলাকারীরা ২০১৮ সালে এলিজেবল হয়েছিল। কিন্তু টেটের বিজ্ঞপ্তি জারি হয় ২০১৭ সালে।
এই টেটটা যদি ২০১৮ সালে হত তাহলেও তারা আর আবেদন করতে পারতেন না। তাই এখন তাদের আবেদন কোনোভাবেই গ্রাহ্য হতে পারে না।বিচারপতি ২০১৭ সালের টেট পরীক্ষা ২০১৮ সালেই কেন নেওয়া হল না সে বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটি)-এর গাইডলাইনে প্রতিবছর টেট পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া থাকলেও তা বাধ্যতামূলক নয়। রাজ্য নিজের সুবিধা মত পরীক্ষা নিতে পারে।
২০১৭ সালের টেট নেওয়ার কথা ছিল, সেই টেট ২০২১ সালে নিয়ে ক্ষুব্ধ হয়েছেন হাইকোর্টের বিচারপতি।