
স্কুল সার্ভিস কমিশন বা SSC এর নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।
রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের বা SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য শরীর এবং কর্মশিক্ষার ক্ষেত্রে বেশ কিছু অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে।
শরীরশিক্ষার জন্য 850-টি এবং কর্মশিক্ষার জন্যে 750 টি নতুন পদ তৈরি করা হয়েছে। এই সমস্ত পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছেন,রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।
স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এদিন রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তারা জানিয়েছিল, ভবিষ্যতে রাজ্যে কোন কোন শূন্যপদে নিয়োগ করা হবে– তা জানানো হবে। কবে পরীক্ষা নেওয়া হবে, তাও জানানো হবে। এর কিছুক্ষণ পরেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হল যে রাজ্যে 1600 শূন্যপদ ভর্তি করা হবে৷