Top খবর

TCS ও Infosys-এ চলতি বছরে ৯০ হাজারেরও বেশি ফ্রেশার নিয়োগ

চলতি অর্থবর্ষে ৯০ হাজারেরও কর্মী নিয়োগ করবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এবং ইনফোসিস।
এর মধ্যে প্রায় ৪০ হাজার ফ্রেশার নিয়োগ করবে টিসিএস। তার আগের বছরে ১ লক্ষ ফ্রেশার যোগ করেছিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)।

অর্থবর্ষ থেকেই অ্যাট্রিশন রেট বৃদ্ধি পেয়েছে বড় আইটি সংস্থাগুলিতে। উচ্চ চাহিদা, বেশি বেতন, পছন্দের প্রোজেক্টের খোঁজে টিসিএস, ইনফোসিসের মতো বড় সংস্থা ছেড়ে সুইচ করছেন বহু কর্মী।

 

ফলে কর্মীর চাহিদা মেটাতে বিপুল পরিমাণে ফ্রেশার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দুই সংস্থা। অ্যাট্রিশনের কারণে এখন প্রভাবিত সমগ্র আইটি সেক্টরই। সেই কারণে ফ্রেশার নিয়োগের ট্রেন্ড বজায় থাকবে চলতি বছরেও।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *